১৭ আগস্ট, ২০১৯ ১৬:৪৮

টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

‘‘জান দেবো তবু বালু দেবো না’’ স্লোগানে টাঙ্গাইলে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে যমুনা নদী তীরবর্তী এলাকাবাসী।

আজ শনিবার টাঙ্গাইল কালিহাতী উপজেলার আলীপুর, বৈভবাড়ী, সিংগুলী, চর পৌলি, খাকছড়া, বেলটিয়া, আফজালপুরসহ যমুনা নদীর সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নদীর তীরবর্তী ১০/১২টি গ্রামের নারী পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তরা বলেন, গত কয়েক বছর এই নদীর পাশে বসবাসকারীদের জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে কর্তৃপক্ষের কোন পদক্ষেপ নেই। প্রতিদিন যেভাবে জমি বিলীন হয়ে যাচ্ছে তাতে এই এলাকার অনেক ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। তাই যমুনা নদীর ভাঙন থেকে বাঁচাতে সরকারের প্রতি জোর দাবি জানান এলাকাবাসী।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর