২১ আগস্ট, ২০১৯ ১৪:১৩

গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে বগুড়ায় নানা কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে বগুড়ায় নানা কর্মসূচি পালিত

২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ। জাতীয়, দলীয়, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য শহীদদের স্মরণ করছেন নেতা-কর্মীরা।

বুধবার সকাল ৯ টায় দলীয় কার্যালয়ে স্মরণ সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন। 

সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, অধ্যাপক এস এম আইয়ুব, টি এম মুসা পেস্তা, আবুল কালাম আজাদ, অ্যাড. মকবুল হোসেন মুকুল, রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, প্রদীপ কুমার রায়, অ্যাড. সাইফুল ইসলাম, অ্যাড. জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, শেরিন আনোয়ার জর্জিস, অ্যাড. শফিকুল আলম আক্কাস, কামরুন্নাহার পুতুল, আনিছুজ্জামান মিন্টু, এস এম রুহুল মোমিন তারিক, এবিএম জহুরুল হক বুলবুল, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, মাশরাফী হিরো, আলরাজী জুয়েল, তপন চক্রবর্তী, আছালত জামান, অ্যাড. মন্তেজার রহমান মন্টু, ওবায়দুল হাসান ববি, আলমগীর বাদশা, আব্দুস সালাম, শুভাশীষ পোদ্দার লিটন, সাজেদুর রহমান শাহীন, আমিনুল ইসলাম ডাবলু, মঞ্জুরুল হক মঞ্জু, অ্যাড. লাইজিন আরা লিনা, উপজেলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, ছাত্রনেতা নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায়, পৌর কাউন্সিলর মোস্তাকিম রহমান, রাশেকুজ্জামান রাজন প্রমুখ। 

এ দিনটি স্মরণে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়া জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় শোক র‌্যালী নিয়ে যোগদান করেন জাতীয় শ্রমিকলীগ-যুব কমিটি বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ। র‌্যালী শেষে সংগঠনের অস্থায়ী কার্যালয় তিনমাথা রেলগেট এলাকায় বেলা ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিকলীগ-যুব কমিটি বগুড়া জেলা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি রাকিব উদ্দিন প্রাং সিজার। এতে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি রেজাউল করিম সবুজ, সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রহিত, সহ-সভাপতি ইমদাদুল হক, সোহানুর রহমান শিমুল, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সোহাগ, রায়হানুর রহমান রোহান, শহর কমিটির যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন পলাশা প্রাং প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

এসময় বক্তাগণ অবিলম্বে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানান।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর