২৩ আগস্ট, ২০১৯ ১৯:৫৮

গলাচিপায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

গলাচিপায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমিটির উদ্যোগে বিভিন্ন ধর্মীয় কর্মসূচিসহ শুক্রবার বিকাল ৫টায় শত শত ধর্মপ্রাণ নারী-পুরুষদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য র‌্যালি শোভাযাত্রা বের করা হয়। কালিবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে এবং শ্রী কৃষ্ণের নামে জয়ধ্বনি দিয়ে গলাচিপা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে অতিথি হিসেবে পৌর মেয়র আহসানুল হক তুহিন, আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাবেক কালিবাড়ি মন্দির কমিটির আহ্বায়ক মনিন্দ্র চন্দ্র পাল ও বাবু পরিমল চন্দ্র কর্মকার ও অন্যান্যরা অংশ নেয়। জন্মাষ্টমী উপলক্ষে সকাল ১০টায় মন্দিরে যজ্ঞানুষ্ঠান, র‌্যালি শেষে প্রসাদ বিতরণ, মধ্যরাতে পূজা অর্চনা ও তিন দিনব্যাপী কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে গীতা পাঠের কর্মসূচি নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরের পুরোহিত বাসুদেব চক্রবর্তী জানান। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর