Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০১৯ ১২:২৮
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০৪

যশোর হাসপাতালে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর হাসপাতালে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার জাহিদা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী। গত ৯ সেপ্টেম্বর ডেঙ্গু নিয়ে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে, গতকাল মঙ্গলবার জাহানারা নামে আরও এক ডেঙ্গু রোগী এ হাসপাতালে মারা যান। তার বাড়িও মণিরামপুর উপজেলার কাশিমনগর গ্রামে। এ নিয়ে গত ২১ জুলাই থেকে এ পর্যন্ত  যশোরে ৫ জন ডেঙ্গু রোগী মারা গেলেন। 

 

যশোর জেনারেল হাসপাতাল থেকে জানানো হয়েছে, এ হাসপাতাল থেকে গত ২৪ ঘণ্টায় ৫৩ জন ডেঙ্গু রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। আর এই সময়ে নতুন করে ৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ৮৫ জন ডেঙ্গু রোগী এ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা নিচ্ছেন আরও ১০৯ জন ডেঙ্গু রোগী।

বিডি-প্রতিদিন/মাহবুব


আপনার মন্তব্য