কুষ্টিয়ার কুমারখালীতে অজ্ঞাতনামা কণ্যা শিশুর (৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার কোমরকান্দী গ্রাম সংলগ্ন পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কুমারখালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আজ দুপুরে কোমরকান্দী গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে একটি শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি নদীতে ভাসতে ভাসতে এসেছে। শিশুটি ৩/৪ দিন আগে মারা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির নাম পরিচয় জানা যায়নি।
বিডি-প্রতিদিন/মাহবুব