লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী জুলহাস হোসেন (৪০) নিহত হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে কালীগঞ্জ উপজেলার কাশিরাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলহাস উপজেলার সিদুর্না ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পুর্ব সিদুর্না গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। সে পেশায় স্বর্ণকার। হাতীবান্ধার মেডিকেল মোড়ের নতুন মার্কেটের ফেন্সি জুয়েলার্সের মালিক।
প্রত্যক্ষদর্শীদ ও পুলিশ জানায়, রাত ৯টার দিকে বুড়িমারী থেকে আসা একটি ট্রাক কাশিরাম এলাকায় মোটরসাইকেল আরোহী জুলহাসকে পিছনদিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জুলহাস। পরে চালক কালীগঞ্জ রেলগেট এলাকার কাব্যদিগন্ত ফিলিং স্টেশনে ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। সে ব্যবসায়ীক কাজে রংপুরে যাচ্ছিল।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার সিদুর্না ইউনিয়ন চেয়ারম্যান নুরল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কালীগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) আরজু মো.সাজ্জাদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এসময় ট্রাকটিকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ