আমেরিকা থেকে চিকিৎসা শেষে দেশে ফেরা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমানকে সংবর্ধনা দিয়েছে জেলা যুবলীগ। আজ বৃহস্পতিবার বেলা ২টায় শহরের পুরাতন কোর্টের মুক্তমঞ্চে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এর আগে, বিশাল মোটর শোভাযাত্রা সহকারে মতিউর রহমানকে অভ্যর্থনা জানান যুবলীগ নেতাকর্মীরা। সংবর্ধনা পেয়ে মতিউর রহমান বলেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সুনামগঞ্জের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
এসময় জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ নূরুল হুদা মুকুট, সহ-সভাপতি রেজাউল করিম শামীম, অবণী মোহন দাস, আবুল কাশেম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক