গাজীপুরের টঙ্গীতে একটি ভাড়া বাড়ি থেকে এক শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। টঙ্গীর আরিচপুর বউবাজার এলাকার মহিউদ্দিন শেখের পাঁচতলা বাড়ির চারতলা থেকে গৃহকর্মী লাইলি আক্তারের (৯) লাশ উদ্ধার করা হয়। তার লাশ গাজীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় গৃহকর্তা মো. বাদল মিয়া(৩৪) ও তার স্ত্রী পিংকি আক্তারকে (২৮) আটক করেছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ওসি. মো.কামাল হোসেন বলেন এ ঘটনায় গৃহকর্তা ও তার স্ত্রীকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা ঘটনার সঠিক তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। আমরা জানতে পেরেছি- ঠাকুরগাঁও জেলার মিলন নগরের মো.হিফজুল মিয়ার মেয়ে লাইলি ২০১৮ সাল থেকে ঐ বাসায় কাজ করে আসছে। গৃহকর্তার স্ত্রী পিংকি প্রায়ই গৃহকর্মী শিশুটির ওপর নির্যাতন চালাত
বিডি-প্রতিদিন/শফিক