Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:৪০

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
প্রতীকী ছবি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় রেশাদ ইসলাম নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার সকালে ভান্ডারিয়া-বরিশাল সড়কের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাকসুদুর রহমান। দুর্ঘটনা পরে ইজিবাইক চালক পালিয়ে গেলেও পুলিশ ইজিবাইকটি আটক করেছে।

নিহত রেশাদ ইসলাম (৭) ভান্ডারিয়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ড এলাকার রফিকুল ইসলাম ফরাজীর ছেলে এবং ৭০ নং জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে শিক্ষার্থী। 

জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা ছিদ্দিকা জানান, রেশাদ বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে লেখা পড়া করত। সোমবার সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে স্কুলে আসছিলো। পথে শহরের কলেজ মোড় এলাকায় যাত্রীবাহী একটি ইজিবাইক চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় নিহত রেশাদের পরিবারে শোকের মাতম চলছে।

এ ব্যাপারে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাকসুদুর রহমান বলেন, নিহত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম


আপনার মন্তব্য