২১ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:০৩

গলাচিপায় মাদকসেবীদের পুনর্বাসন কর্মসূচি ও বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

গলাচিপায় মাদকসেবীদের পুনর্বাসন কর্মসূচি ও বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

পটুয়াখালীর গলাচিপায় আত্মসমর্পণকারী দরিদ্র মাদকসেবী ও মাদকব্যবসায়ীদের পুনর্বাসন কর্মসূচি ও বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার, পিপিএম-সেবা মোহাম্মাদ মঈনুল হাসান।

গলাচিপা থানার আয়োজনে শনিবার সকালে পৌর ফেরিঘাট রোডে ১ নং বিট পুলিশিং কার্যালয়ে গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার, গলাচিপা সার্কেল মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, পৌর মেয়র  আহসানুল হক তুহিন।

এ অনুষ্ঠানে  আলী হোসেন (৫০), লিজা বেগম (৩৮), স্বপন বনিক (৪০), কাইয়ুম (৩০), শাহিন হাওলাদার (২৫), সোহাগ হাওলাদার মাদকসেবী ও মাদকব্যবসায়ী আত্মসমর্পণ করেন। 

তাদের পুণর্বাসনের জন্য প্রত্যেককে দুই হাজার টাকার চেক এবং চায়ের দোকানের ব্যবসা করার জন্য ফ্লাক্স, কাপ-প্রিচসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর