বাগেরহাটের মোরেলগঞ্জে এমদাদুল মৃধা (৪৫) নামে এক ইমামকে আটক করেছে পুলিশ। তিনি জিউধরা গ্রামের নূরনগর জামে মসজিদের ইমাম ও মসজিদ ভিত্তিক পাঠাগারের প্রক্সি শিক্ষক। ওই পাঠাগারের এক ছাত্রীর (৭) শ্লীলতাহানির অভিযোগে আজ মঙ্গলবার দুপুরে এমদাদুল মৃধাকে আটক করে পুলিশ।
এ বিষয়ে ছাত্রীর দাদা ও স্থানীয় অভিভাবক আব্দুর রশিদ হাওলাদার বলেন, তার নাতনিকে গত দু’মাস ধরে মসজিদে পাঠদান শেষে যৌন নির্যাতন করেছেন ইমাম এমদাদুল হক। তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনা জানার পর মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রশিদ মৃধা।
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, অভিযোগের প্রেক্ষিতে ইমাম এমদাদুল মৃধাকে আটক করা হয়েছে। নির্যাতিতা মেয়েটিও ঘটনার বর্ণনা দিয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এমদাদুল মৃধার ইতোপূর্বে একাধীক বিয়ে করেছেন এবং এলাকায় তার সুনাম নেই বলেও পুলিশ জানায়।
এ ব্যাপারে ইমাম এমদাদুল মৃধা বলেন, মসজিদ নিয়ে বিরোধের কারণে তার বিরুদ্ধে এ অভিযোগ সাজানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার