সাতক্ষীরার দেবহাটায় দুই ঘের শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার হিরের চক চিংড়ি ঘের থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, নিহতের একজন হলেন নুরুল হক (৬০), অপরজন রাধা দাশ(৫০) বলে জানা গেছে। তাদের দেহে পোড়া পোড়া দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে ঘেরের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে ও মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/মাহবুব