খুলনার সোনাডাঙ্গা মজিদ সরনী এলাকায় মহিদুল ইসলাম (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকালে পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মহিদুল বটিয়াঘাটা জলমা মাদ্রাসা সড়কের বাসিন্দা মো. শওকতের ছেলে। নতুন মোটরসাইকেল কিনতে মহিদুল তার চার বন্ধুকে নিয়ে মজিদ সরনী সড়কের সুজুকি শো-রুমে এসেছিলেন। পূর্ব শত্রতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহত মহিদুল খুলনার গল্লামারী এলাকার যুবলীগ নেতা এসএম হাফিজুর রহমানের চাচাতো ভাই।
নিহতের বড় ভাই শেখ শহিদ জানান, মোটরসাইকেল কেনার জন্য বাড়ি থেকে টাকা নিয়ে মহিদুল খুলনায় আসে। শো-রুমে টাকা জমা দেওয়ার পর মহিদুল চা খাওয়ার জন্য শো-রুমের বাইরে দি কার মিউজিয়ামের সামনে চায়ের দোকানে আসে। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, নিহতের গলায়, বুকে ও পেটের বাম পাশে ধারারো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনার গাজি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার