গাজীপুরের টঙ্গী ৪৬নং ওয়ার্ড তিস্তার গেইট এলাকায় অভিযান চালিয়ে নাশকতা পরিকল্পনার অভিযোগে সোমবার দিবাগত রাতে দু’জনকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। আটককৃতরা হলো পাবনা সদরের জাহিদুল হক রিমন ও কুমিল্লা মনোহরগঞ্জের কায়সার হোসেন রকি। তারা দু’জনেই ‘আল্লাহর দলের’ সদস্য পরিচয়দানকারী। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা শেষে আজ দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতা পরিকল্পনার অভিযোগে উল্লেখিতদের আটকে অভিযান চালায় র্যাব। বিষয়টি টের পেয়ে তারা উভয়ে টঙ্গীতে অবস্থান নেন। পরে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টঙ্গী তিস্তার গেট তিনকন্যা হোটেলের সামনে থেকে সোমবার দিবাগত রাতে আটক করে টঙ্গী থানায় সোপর্দ করে।
এ বিষয়ে জাহিদুল ও রকি’র সাথে কথা বললে তারা জানান, আমরা ‘আল্লাহর দলের’ লোক, আমাদের কাজ কোরআন প্রচার করা। আমরা কোনো নাশকতার সাথে জড়িত নই। টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/শফিক