বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিবপুর গ্রামে যৌতুক দাবির ২ লাখ টাকা না দেয়ায় গৃহবধূ রিমা বেগম আক্তারকে শ্বাসরোধ করে হত্যা মামলায় তার স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে র্যাব-৮। গত সোমবার রাতে শিবপুর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি নিহতের স্বামী মো. মিজান বেপারী (২৮) ও তার মা আকলিমা বেগমকে (৫০) গ্রেফতার করে তারা।
মঙ্গলবার র্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারকৃত আসামিদের উজিরপুর থানায় সোপর্দ করার কথা জানানো হয়েছে।
র্যাব জানায়, অভিযুক্ত মো. মিজান বেপারী (২৮) ৭ বছর আগে রিমা বেগমকে (২৪) বিয়ে করে। বিয়ের পর থেকে মিজান বেপারী এবং তার পরিবারের লোকজন যোগসাজোস করে যৌতুকের দাবিতে রিমা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলো। তাদের দাম্পত্যে একটি ছেলে সন্তান রয়েছে। রিমার পরিচার তার সুখের কথা চিন্তা করে বাড়ি থেকে ১ লাখ টাকা যৌতুক এনে দেয়। সম্প্রতি মিজান তার পরিবারের কু-প্ররোচনায় ঘের ও মুরগীর ফার্ম করার জন্য আরও ২ টাকা যৌতুক এনে দিতে স্ত্রীর উপর চাপ সৃষ্টি করে। রিমা টাকা দিতে অস্বীকার করলে স্বামী ও শশুর বাড়ির লোকজন তার উপর শারীরিক ও মানসিক নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। এ নিয়ে গত ২১ সেপ্টেম্বর স্ত্রীর সাথে মিজানের ঝগড়া হয়। ওইদিন রাতেই পূর্ব পরিকল্পিতভাবে রিমা বেগমকে মারধর করে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির পাশে আম গাছের সাথে তার লাশ ঝুলিয়ে রাখে।
এ ঘটনায় উজিরপুর থানায় একটি হত্যা মামলা করে নিহতের পরিবার। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ জানিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার