গাজীপুরে ‘‘শিশু আইন বাস্তবায়নে অংশীজনদের করণীয়’’ শীর্ষক এক সেমিনার মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বীর মুক্তিযোদ্ধা ড. মো: জহিরুল ইসলাম প্রশিক্ষণ ভবনে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ।
গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়, টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) ও কোনাবাড়ি শিশু উন্নয়ন কেন্দ্র (বালিকা) জেলা সমাজ সেবা অধিদপ্তর ও শিশু উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ পুলিশ কমিশনার কে এম আরিফুল হক, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমীনুল ইসলাম, গাজীপুর জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ তানিয়া শার্মী, জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ এম এম মাহামুদুল্লাহ, গাজীপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম প্রমুখ।
সেমিনারে শিশু সুরক্ষা আইন বাস্তবায়ন ও আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে গাজীপুর জেলার সমাজসেবা অধিদফতর, পুলিশ বিভাগ ও বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার