বগুড়ার সারিয়াকান্দিতে সংসদ সদস্য আব্দুল মান্নান তার ব্যক্তিগত তহবিল হতে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শাড়ি বিতরণ করেছেন।
মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাবু অরুনাংশ কুমার'র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র সাহা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মমতাজ উদ্দিন মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী চন্দন কুমার, সাবেক শিক্ষক দিলীপ কুমার।
হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আব্দুল মান্নান এমপি তার ব্যক্তিগত তহবিল হতে ৫ শত শাড়ি বিতরণ করেন। এছাড়াও আব্দুল মান্নান এমপি সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৬০ জন দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল