নাটোরের নলডাঙ্গায় আওয়ামী লীগের র্কাযনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নলডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ আয়োজনে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন (নাটোর সদর-নলডাঙ্গা)-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম ফিরোজের সঞ্চলনায় অন্যন্যাদের মধ্যে আরোও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, জেলা আওযামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মালেক শেখ, দপ্তর সম্পাদক দিলীপ কুমার, নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আয়ুব আলী মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুস শুকুর আলী, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি প্রার্থী সাহেব আলী প্রমুখ।
কার্যনির্বাহী কমিটির সভায় আগামী ১৮ সেপ্টম্বর থেকে ১টি পৌরসভা, ৫টি ইউনিয়ন ও ওর্য়াড আওয়ামী লীগের কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠনের সিন্ধান্ত হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব