পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে পালিত হয়েছে বৈশ্বিক জলবায়ু অবরোধ সপ্তাহ। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে ইউনিসেফ’র সহযোগিতায় শিশু ও তরুণদের ১২ টি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে বৈশ্বিকভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ঝুঁকি নিরসনের উদ্যোগ গ্রহণ ও জলবায়ু অনুদান লেখা সংবলিত বিভিন্ন প্লেকার্ড ছিলো। এতে অংশগ্রহণ করে হেল্পিং হ্যান্ডস, ইয়েস বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স, শুকতারা, শুভসংঘ, কুয়াকাটা তরুণ ক্লাব ও কুয়াকাটা বয়েজ ক্লাব ও পটুয়াখালী রাইডার্স।
কুয়াকাটা তরুণ ক্লাবের সভাপতি ইব্রাহিম ওয়াহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নয়ন মনি বিশ্বাস। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কর্মসূচির সমন্বয়ক ও পটুয়াখালী ইয়ুথ ফোরাম’র সভাপতি মো.জহিরুল ইসলাম, কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশনের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা যুব সমাজ কল্যান সমিতির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু, সাংবাদিক হোসাইন আমির প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল