সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকুটা হাওরে নৌকাডুবিতে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম সংলগ্ন হাওরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকায় থাকা অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন।
তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, ইঞ্জিন চালিত ঐ নৌকাটি উপজেলার মাছিমপুর গ্রাম থেকে নাইওরি নিয়ে পেরুয়া গ্রামে যাওয়ার পথে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়।
রফিনগর ইউপি সদস্য কুটি মিয়া খবরের সত্যতা নিশ্চিত করে জানান, এ পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো অনেক যাত্রী নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/শফিক