নোয়াখালীর সদরের কাশেম বাজার নেয়াজপুরে ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে দোকানের মধ্যে ডেকে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে মঙ্গলবার দুপুরে তিন কিশোর আটক করেছে সুধারাম থানার পুলিশ।আটকরা হল বোরহান উদ্দিন, সিরাজউদ্দিন ও মেহেদী হাসান।
ভিকটিমের ভাই জানায়, ভিকটিম (১১) স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যলয়ের ৫ম শ্রেণির ছাত্রী। স্কুল ছুটির পর ভিকটিম একটি দোকান থেকে নাস্তা কিনে যাওয়ার সময় সিরাজ নামে এক কিশোর তার দোকানে ডেকে নেয়। দোকানের ভিতরে গেলে বোরহান নামে এক কিশোর তাকে জোরপূর্বক গায়ে হাত ও শ্লীলতাহানির চেষ্টা করে, এক পর্যায়ে ভিকটিম চিৎকার দিলে স্কুলের দফতরি জসিম এসে মেয়েটিকে রক্ষা করে। পরে ঐ তিন কিশোরকে পুলিশে দেয়। সুধারাম থানার ওসি নবীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক