ভারতে পাচারকালে সাতক্ষীরার ঝাউডাঙ্গা সীমান্তে ১৪শ’ কেজি ইলিশ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়। মঙ্গলবার সকালে ঝাউডাঙ্গা বিজিবি চেকপোস্টের সামনে থেকে এই ইলিশ আটক করা হয়। সন্ধ্যায় বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতেতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন বরগুনা জেলার ফেরদৌস বদু,পটুয়াখালি জেলার বাচ্চু তালুকদার ও যশোরের ঝিকরগাছার হুমায়ুন কবির।
বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, একটি পিকআপে করে এসব ইলিশ চোরাই পথে ভারতে পাচারের চেষ্টা করছিল তারা। খবর পেয়ে বিজিবি ঝাউডাঙ্গার বিশেষ চেকপোস্টের হাবিলদার আজিজুল হক তাদের চ্যালেঞ্জ করেন। পিকআপ তল্লাশি করে বিপুল পরিমাণ ইলিশ জব্দ করে, যার ওজন ১৪শ’ কেজি।
বিডি-প্রতিদিন/শফিক