কক্সবাজারের টেকনাফের জাদীমুড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যববসায়ীকে আটক করেছে র্যাব-১৫ সিপিসি-১ এর সদস্যরা। ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী টেকনাফ হ্নীলা ইউনিয়নের আলীখালীর অছিউর রহমানের ছেলে নুরুল ইসলাম (২৫)।
র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের টহল কমান্ডার (এডিশনাল এসপি) বিমান জানান, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বৌদ্ধ মন্দিরের পাদদেশের জয়নালের বসত-বাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবসহ মাদক ব্যবসায়ী নুরুল ইসলামকে (২৫) আটক করা হয়। এ ব্যাপারে উদ্ধার ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক