সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা নেত্রকোনা। প্রতি বছর দেশের সবচেয়ে আনন্দঘন উৎসবের মধ্য দিয়ে এ জেলায় বৃহত্তর ময়মনসিংহের চেয়ে বেশি মণ্ডপে পূজা উদযাপন হয়ে থাকে। এবারও দুর্গাপূজাকে সামনে রেখে নেত্রকোনার প্রতিটি পূজা মণ্ডপেই চলছে ব্যাপক প্রস্তুতি। বেশিরভাগ মণ্ডপে মাটির কাজ প্রায় শেষ। শুরু হবে রঙ তুলির আঁচড়। আর দেবীকে রাঙিয়ে তোলার মধ্য দিয়েই মা দুর্গাকে বরণ করে নেবে বলে জানান, বড় বাজার যুবক সমিতির প্রাচীনতম মণ্ডপের সিনিয়র সহ-সভাপতি দিপংকর সাহা রায়। তিনি আরও বলেন, বরাবরই প্রশাসন সার্বিক সহায়তা করে থাকেন। পালদের সংখ্যা আমাদের দেশে কম হওয়ায় প্রতিমা তৈরীর কাজ করে কারিগড়রা সুনামগঞ্জ চলে গেছে। সেখান থেকে এসে তারা রঙে হাত দেবে।
এদিকে সার্বজনীন এই দুর্গাউৎসবকে সাফল্যমণ্ডিত করতে পুলিশ নিয়েছে তিন স্তরের নিরাপত্তা বলয়। প্রতিমা তৈরী থেকে পূজার পূর্ব মূহূর্ত, পূজাকালীন ও পরবর্তী সময় পর্যন্ত নিরাপত্তা বলবৎ থাকবে বলে জানান জেলা পুলিশের উর্ধ্বতন কর্তা ব্যক্তি মো. আকবর আলী মুন্সী। এছাড়াও সড়ক, মণ্ডপ এবং আশপাশ এলাকায় ভাগে ভাগে থাকবে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দল।
পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী আরও জানান, জেলায় মোট ৫০৯টি মণ্ডপে এবার পূজা উদযাপন হচ্ছে। যার মধ্যে ৪৫৫টি সার্বজনীন, বাকীগুলো ব্যক্তি মালিকানাধীন। এ সকল মণ্ডপগুলোকে গুরুত্বপূর্ণ ১৬৭টি, অধিক গুরুত্বপূর্ণ ২৬৫ টি ও সাধারণ ১০৭টি এই তিনভাগে ভাগ করা হয়েছে। শুরু থেকে বিসর্জন এবং তার পরবর্তী সময় পর্যন্ত নিরাপত্তা থাকবে এসব মণ্ডপে। পূজামণ্ডপ কেন্দ্রিক, রাস্তা কেন্দ্রিক ও কয়েকটি মণ্ডপকে গুচ্ছ করে মোবাইল তদারকির মাধ্যমে নিরাপত্তা থাকবে। সাধারণত দেখি যে আসা যাওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরী হয় সেই বিষয়টিও মাথায় নিয়ে আমরা কাজ করছি। মণ্ডপের কমিটি ও সকলের সার্বিক সহায়তা পেলে উৎসবকে সাফল্যমণ্ডিত করে একটি সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ পূজা সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা