লক্ষ্মীপুরে সার্বজনীন দুর্গাউৎসবকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সহকারি পুলিশ সুপার সার্কেল মো. আনোয়ার হোসেন, পূজা উদযাপনের সভাপতি শঙ্কর কুমার মজুমদার, স্বপন চন্দ্র নাথ প্রমুখ।
সভায় প্রতিমা তৈরী থেকে পূজার পূর্ব মূহূর্ত, পূজাকালীন ও পরবর্তী সময় পর্যন্ত নিরাপত্তা বলবৎ রাখতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়াও সড়ক, মন্ডপ এবং আশপাশ এলাকায় ভাগে ভাগে থাকবে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দল।
এবার জেলার ৫টি উপজেলায় মোট ৭৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোউৎসব অনুষ্ঠিত হবে বলে জানানো হয় সভায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন