বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এঘটনায় আরো অন্তত ৫জন আহত হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতারুজ্জামান জানান, পাবনা থেকে ঢাকাগামী ‘পাবনা এক্সপ্রেস’র যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস যাত্রী মারা যায় এবং আহত হয় অন্তত ৫জন। সংবাদ পেয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
বিডি-প্রতিদিন/শফিক