কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে কোটি টাকার মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার রাতে টেকনাফ সদর ইউপির বড় হাবিরপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থান থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার মো. রশিদের ছেলে মো. তৈয়ব (২৫)।
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউপি বড় হাবিরপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে ইয়াবা পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি টাকা। ইয়াবাসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক