বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটি জেলা শ্রমিকদল। বুধবার বেলা ১১টায় রাঙামটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংগঠনটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় জেলা বিএনপির ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
রাঙামাটি জেলা শ্রমিক দলের সভাপতি মো. মমতাজ মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপনে দেওয়ান, সাবেক পৌর মেয়র মো. সাইফুল ইসলাম ভূট্টো, কাপ্তাই সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. দিলদার আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, যতদিন পর্যন্ত খালেদা জিয়ার মুক্তি দেওয়া না হবে, ততদিন বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ আন্দোলন অব্যাহত রাখবেন।
অবিলম্বে খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দেয়া না হলে রাজপথে বিএনপি নেতাকর্মীরা দুর্বার গণআন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম