মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে লাফ দিয়ে এক লঞ্চ থেকে অন্য লঞ্চে যাওয়ার সময় পদ্মার পানিতে পড়ে গিয়ে মো. দেলোয়ার হোসেন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল ৯ টার দিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে শিমুলিয়া লঞ্চ ঘাটে এ ঘটনা ঘটে। মৃত দেলোয়ার লৌহজং উপজেলার মেদেনীমন্ডল গ্রামের মোবারক হোসেনের ছেলে।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, দেলোয়ার একজন শ্রমিক। বুধবার সকাল ৯ টার দিকে শিমুলিয়াঘাটে এক লঞ্চ থেকে অন্য লঞ্চে যাওয়ার জন্য লাফ দিতে গেলে পা পিছলে নদীতে পড়ে যায়। এতে সে নিখোঁজ হয়। খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদ্মায় উদ্ধার তৎপরতা শুরু করে। বেলা সাড়ে ১২ টার দিকে স্থানীয় নৌ-ফাঁড়ি পুলিশের ডুবুরীদল শিমুলিয়াঘাট এলাকার পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ