বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ফকিরের হাটে অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আজ বুধবার ভোরে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন জানান, বাজারের নজরুল ইসলামের মুদি দোকান থেকে বুধবার ভোরে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী লোকমান, হাবিব, জসিম এবং জাহাঙ্গীরের মুদি দোকান সহ ৮টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। এর আগেই ৮টি দোকান পুড়ে যায়। এছাড়া আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে আরও ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়। অগ্নিকাণ্ডে অবকাঠামো, মালামাল ও নগদ অর্থসহ অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।
বিডি-প্রতিদিন/শফিক