আন্তর্জাতিক সিডও দিবস পালন উপলক্ষে বুধবার সন্ধ্যায় নিউটাউন পুকুর পাড়ে বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোনা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির আন্দোলন উপপরিষদ এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সহসভাপতি সাফিয়া লায়েছ। 'সিডও সনদ: বাংলাদেশের সংবিধান এবং প্রচলিত আইন' শীর্ষক আলোচনা করেন প্যানেল আইনজীবী নজরুল ইসলাম।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নেলি বড়ুয়া, সহসভাপতি নুরজাহান বেগম, সম্পাদক তাহেজা বেগম, যুগ্ম সম্পাদক মনোয়ারা হামিদ, আন্দোলন সম্পাদক সৈয়দা শামছুন্নাহার বিউটি, লিগ্যাল এইড সম্পাদক মঞ্জু সরকার, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক সাংবাদিক আলপনা বেগম, ন্যাপের সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা ও নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী প্রমুখ।
এ সময় বক্তারা নারীর প্রকৃত অধিকার সম্পর্কে সচেতনতার লক্ষ্যে স্কুল কলেজ পর্যায়ে ক্যাম্পেইনের উপর গুরুত্বারোপ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার