মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নাটোরের ৭ উপজেলা ও ৮ পৌর কমিটি বিলুপ্ত করা হয়েছে।
আগামী দুই মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে এসব কমিটি করা হবে বলে বুধবার সকালে শহরের আলাইপুরের অস্থায়ী কার্যালয়ে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক জরুরি সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নাটোর জেলা বিএনপি’র আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ আরও অনেকে।
সভায় জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৯ সেপ্টেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয় ।
বিডি প্রতিদিন/কালাম