ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুধিন কুমার সরকার (মঙ্গল) এর ভাঙ্গা পৌরসভার চণ্ডিদাসদী মহল্লার বাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণ অলঙ্কার নিয়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
সুধিন কুমার সরকার জানান, রাত আড়াইটার দিকে ২০/২৫ জনের একটি ডাকাত দল ঘরের জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে বাড়ির সকলকে অস্ত্রের মুখে হাত মুখ বেধে জিম্মি করে। এরপর বসতঘরের ৩টি কক্ষ তছনছ করে। ডাকাতরা অধিকাংশ তরুণ। তাদের মুখ বাধা ছিল, সকলে হাফপ্যান্ট পরিহিত ছিল। ঘণ্টাব্যাপি ডাকাতিকালে ডাকাতরা মোট ৫২ হাজার টাকা, পৌনে ৪ ভরি স্বর্ণ অলঙ্কার নিয়ে যায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাবেক উপজেলা চেয়ারম্যানকে থানায় লিখিত দিতে বলেছি। আমরা অপরাধীদের গ্রেফতারের চেষ্টা করছি।
বিডি-প্রতিদিন/মাহবুব