শরতের এই কাশফুল নড়ে নড়ে জানান দেয় দেবী দুর্গা আসছেন। তারই সাথে সাথে ঢাকের তালে আর কাশির বাড়িতে দেবীকে আহ্বান জানান তার ভক্তরা।
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে মৌলভীবাজারে বৃহৎ ৪টি পূজামণ্ডপ কুলাউড়া শিববাড়ী, রাজনগরের পাঁচগাও এর লাল দুর্গা, মৌলভীবাজার সদরের ত্রিনয়নী ও শ্রীমঙ্গলের নব দুর্গা পূজামণ্ডপসহ হাজারো মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। মূর্তি কারিগররা কোথাও করছেন মাটির কাজ কোথাও ধরেছেন রং এর কাজ। আর দর্শণার্থী টানতে আয়োজকরা ব্যস্ত রয়েছেন ভিন্নমাত্রার নন্দিত আয়োজন নিয়ে।
পূর্জাচনা ছাড়াও অধিকাংশ মণ্ডপে আয়োজন করা হয়েছে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের, যা পূজার আনন্দকে বাড়িয়ে দিবে অনেক গুণ।
এদিকে, শান্তিপূর্ণভাবে দূর্গোৎসব সম্পন্ন করতে এখন থেকেই বাড়িয়ে দেয়া হয়েছে পুলিশের নজরদারী।
মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পংকজ রায় মুন্না বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও মৌলভীবাজার জেলায় সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে প্রায় এক হাজার মণ্ডপে পূর্জাচনার প্রস্তুতি চলছে। জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে নজরদারি আছে। আশা করছি জেলার বৃহৎ ৪টি পূজা মণ্ডপ কুলাউড়া শিববাড়ী, রাজনগরের পাঁচগাও, মৌলভীবাজার সদরের ত্রিনয়নী ও শ্রীমঙ্গলের নব দুর্গা পূজামণ্ডপে এ বছরও প্রচুর লোক সমাগম হবে।
মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ জানান, মৌলভীবাজারের পূজা মণ্ডপগুলোতে তিনটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।বিশেষ করে কুলাউড়া শিববাড়ী, রাজনগরের পাঁচগাও লাল দুর্গা মণ্ডপ, মৌলভীবাজার সদরের ত্রিনয়নী ফ’জা মণ্ডপগুলোতে সাদা পোশাকসহ বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম