মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা এলাকায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে মাহিদুল ইসলাম নামের এক ব্যক্তির তুলার গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার খন্দকার জান্নাতুল নাঈম জানান, ৯৯৯ এর মাধ্যমে তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর জানতে পারেন। খবর পাওয়ার সাথে সাথে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোডাউনে কাজ করার সময় পাশের একটি কক্ষের মেশিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিডি-প্রতিদিন/শফিক