বগুড়ার ধুনট উপজেলায় পরকীয়ার প্রতিবাদ করায় স্বামীর নির্যাতনে শান্তনা খাতুন নামের গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ধুনট সদর ইউনিয়নের বথুয়াবাড়ি গ্রামের মন্তাজ ফকিরের মেয়ে শান্তনা খাতুনের সাথে প্রায় ৩ বছর আগে মাঠপাড়া গ্রামের আমির পন্ডিতের ছেলে গোলাম রব্বানী কালু’র সাথে বিবাহ হয়। কিন্তু বিয়ের পর অপর এক নারীর সঙ্গে স্বামী গোলাম রব্বানীর পরকিয়ার বিষয়টি জানতে পারেন শান্তনা খাতুন। বিষয়টি নিয়ে তাদের দু’জনের মধ্যে প্রায়ই কলহ সৃষ্টি হতো। এর এক পর্যায়ে গত ২১ সেপ্টেম্বর দুপুর ২টায় শান্তনা খাতুনকে বেধরক মারপিট করে ঘরের মধ্যে আটকে রাখে। খবর পেয়ে শান্তনা খাতুনের বাবার বাড়ির সদস্যরা এসে স্বামীর বাড়ি থেকে শান্তনা খাতুনকে উদ্ধার করেন হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনায় গোলাম রব্বানী কালুর বিরুদ্ধে শান্তনা খাতুনের ভাই শরিফ উদ্দিন ২৫ সেপ্টেম্বর ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, শান্তনা খাতুন নামের গৃহবধূকে নির্যাতনের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। স্বাস্থ্য কমপ্লেক্সে ওই গৃহবধূর চিকিৎসার খবর নিয়েছি। তাদের অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার