মেহেরপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে মোটরসাইকেলের বৈধ্য কাগজসহ চালকের হেলমেট না থাকায় ১৩ জন চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার মেহেরপুর সরকারি কলেজ মোড়ে মোটরসাইেেকলের বৈধ কাগজসহ চালকের হেলমেট না থাকায় এ সকল মামলা করা হয়। এ সময় ট্রাফিক সার্জেন্ট মোজ্জফর, টিএসআই মোস্তাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক