ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্বে সুরক্ষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে এবং শূন্য কার্বন নিঃসরণের জন্য “ক্লাইমেট ইমারজেন্সি” ঘোষণার দাবিতে জলবায়ু অবরোধ, মানববন্ধন, পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনিসেফ এর সহযোগিতা ও ২০টি তরুণ সংগঠনের সমন্বয়ে জলবায়ু অবরোধ সপ্তাহ উদযাপন গ্রুপের উদ্যোগে ঝালকাঠি শিশু পার্ক এর সামনে শিশু ও তরুণরা মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচির সমন্বয়ক ও দুরন্ত ফাউন্ডেশন এর সভাপতি তাসিন মৃধা অনিক এর সভাপতিত্বে কর্মসূচিতে একাত্মতা পোষণ করে ইউনিসেফের কনসালটেন্ট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান, টিআইবি’র এরিয়া ম্যানেজার রোকনুজ্জামান, হাংগার প্রজেক্ট এর প্রতিনিধি জাকির হোসেন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও প্রতিবন্ধী শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশে এবং পৃথিবীর জন্য এক মহাবিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু সংকট উত্তরণে প্রয়োজন দূষণকারী দেশগুলোর থেকে প্রাপ্ত ন্যায্য হিস্যা নিশ্চিত করা। এই পৃথিবী আমাদের। তাই এই পৃথিবী রক্ষার দায়িত্বও আমাদের। সেই দায়িত্ব থেকেই আজকে বিশ্ব সম্প্রদায়ের কাছে আমাদের দাবী তুলে ধরতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে যে সব সংকট তৈরি হচ্ছে, এর জন্য সমাজে আরও বেশি অসমতা সৃষ্টি হবে। এই অসমতা দূর করতে এবং জলবায়ু সংকট মোকাবিলা করতে জোরালো দাবি তোলা প্রয়োজন।
কর্মসূচী আয়োজনকারী সংগঠনসমূহ হচ্ছে দুরন্ত ফাউন্ডেশন, লাল সবুজ সোসাইটি, সাউথ বেঙ্গল ওপেন স্কাউট গ্রুপ, মেডিসিন ক্লাব, ইয়ুথ ফর চেঞ্জ, টিআইবি, ইয়ুথ ইন্ডিং হাংগারসহ ১৫টি সংগঠন ।
বিডি প্রতিদিন/ফারজানা