ফরিদপুরের বোয়ালমারীতে বাল্যবিবাহ করতে গিয়ে কারাগারে গেলেন বর। বুধবার সন্ধায় ময়না ইউনিয়নের চরবর্ণি গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের মধুবর্ণি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক কিশোরীর (১৩) বিয়ের আয়োজন চলছিল। এ খবর শুনে সন্ধায় থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমানের নির্দেশে ওই বাড়িতে অভিযানে যান বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন। তিনি কিশোরীর জন্মসনদ যাচাই বাছাই করে দেখেন ওই কিশোরীর বয়স ১৩ এবং সে একটি বিদ্যালয়ে ৭ম শ্রেণির শিক্ষার্থী। পরে তিনি ভ্রাম্যমাণ আদালতকে খবর দেন এবং পুলিশ দিয়ে বাড়িটি ঘিরে রাখেন।
ওই বাড়িতে তখন বর যাত্রী চলে এসেছিল এবং ওই সময় বরযাত্রীদের খাওয়া দাওয়া চলছিল।
খবর পেয়ে ওই বাড়িতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও বোয়ালমারী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) শাকিলা বিন্তে মতিন।
আদালত বাল্যবিবাহ করতে আসায় বর একই উপজেলার গুণবাহা ইউনিয়নের রেনিনগর গ্রামের বাসিন্দা রাজমিস্ত্র লিমন মিয়াকে (১৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া বাল্যবিবাহ আয়োজনের জন্য কিশোরীর বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি মেয়ে সাবালক না হওয়া পর্যন্ত বিয়ের আযোজন করা হবে না মর্মে কিশোরীর বাবার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।
সত্যতা নিশ্চিত করে নির্বাহী হাকিম শাকিলা বিন্তে মতিন বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাল্যবিবাহ আয়োজন করায় এ কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা