‘তথ্য সবার অধিকার, থাকবে না কেউ পিছনে আর" এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
ব্রিটিশ কাউন্সিলের প্ল্যাটফমর্স ফর ডায়ালগ (পি৪ডি) সহযোগিতায় জেলা প্রশাসন দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের করা হয় যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়।
পরে ডিসি’র সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) মো. রেহানুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আলমগীর রহমান, জেলা তথ্য কর্মকর্তা আল মামুন কাউসার,পরস্পরের নির্বাহী পরিচালক আখতারুন নাহার সাকি, ব্রিটিশ কাউন্সিলের জেলা ফ্যাসিলিটেটর মো. কামরুজ্জামান, কমিনিটি রিসোর্স সেন্টারের সভাপতি এওয়াইএম আইনুন নিশাত খাঁন ও সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ।
এডিএম মো. রেহানুল হক তার বক্তব্যে বলেন, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে প্রতিটি নাগরিকের মত প্রকাশের অধিকার, বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার গ্যারান্টি রয়েছে। তথ্যকে শক্তি হিসাবে আখ্যায়িতত করে তিনি বলেন, অবাধ তথ্যের প্রবাহ সমাজে নাগরিকদের অধিকার সমানভাবে প্রতিষ্ঠিত করবে।
কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সমাজকর্মী, এনজিও কর্মী, বিভিন্ন সঠিক গ্রুপের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
বিডি প্রতিদিন/হিমেল