দিনাজপুরের খানসামায় বাল্যবিয়ে, ইভটিজিং মাদক ও বয়ঃসন্ধিকাল সম্পর্কে আলোচনা শেষে বাল্যবিয়ে ও মাদক রোধে শপথ নিল ২৫০ শিক্ষার্থী।
সোমবার সকাল ১১টায় স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে শাপলা গার্লস স্কুল এন্ড কলেজের হলরুমে বাল্যবিয়ে, ইভটিজিং মাদক ও বয়ঃসন্ধিকাল সম্পর্কে আলোচনা শেষে বাল্যবিবাহ ও মাদক রোধে শপথ নেয় শিক্ষার্থীরা।
খানসামায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
খানসামা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শাপলা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মনজেল চৌধুরী, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর হেলেনা খাতুন প্রমুখ। পরে শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন