ইভটিজিং ও বাল্যবিয়ে রোধ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা বগুড়া সদর থানার উদ্যোগে সুবিল উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সুবিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম বদিউজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মুন্নুজান বেগম, সহকারী শিক্ষক স্বপন কুমার ঘোষ, রুহুল আমিন, রুবেল হোসেন, রেশমা খাতুন, আ: মমিন, ছাত্রলীগ নেতা সাজ্জাদুল ইসলাম পারভেজ, নুর আলম, কন্সটেবল সাইফুল ইসলামসহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন