সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলের হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, চলমান শুদ্ধি অভিযান থেকে দুর্নীতির সাথে জড়িতরা রেহাই পাবে না। দুর্নীতিবাজদের এবার মাশুল দেয়ার সময় এসেছে। সরকারের চলমান শুদ্ধি অভিযানে শুধু রাজধানী ঢাকাতে নয়, জেলা পর্যায়ের বেয়াদব দুর্নীতিবাজদেরও কবর রচিত হবে।
সোমবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর উত্তরপাড়ে চৌমোহনী পয়েন্টে সড়ক সংস্কারকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিসবাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই তিনি হাওর এলাকার উন্নয়নে প্রচুর বরাদ্দ প্রদান করছেন। এই বরাদ্দের দুর্নীতিমুক্ত ব্যবহার আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী টেকসই উন্নয়ন চান। আমি আগেও বলেছি আজও বলছি আমার নির্বাচনী এলাকায় কোন দুর্নীতি সহ্য করা হবে না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে যে শুদ্ধি অভিযান শুরু করেছেন, আমাদেরকে সেই অভিযানে তার পাশে থাকতে হবে।
তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষ ইতোমধ্যে সরকারের শুদ্ধি অভিযানকে সমর্থন জানিয়েছেন। দুর্নীতিবাজ যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। সুনামগঞ্জ থেকে সুন্দরবন পর্যন্ত চলমান এই অভিযানে দুর্নীতিবাজদের কবর হবে।
জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুকসেদ আলীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক রশিদ আহমদ, মুক্তিযোদ্ধা মধু মিয়া, সদর উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, জাহাঙ্গীর নগর ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়া, ইউপি সদস্য আব্দুল মালেক, আবুল খায়ের, জাপা নেতা জামাল মিয়া, এরশাদ মিয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক