নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নে মধ্যমবাগান এলাকা হতে অবৈধ বিদেশী মদসহ রুয়েল ফকির (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ।
রুয়েল উপজেলার একই ইউনিয়নের নুলোয়াপাড়া গ্রামের মো. রহিম ফকিরের ছেলে।
সোমবার দিনগত রাতে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করা হয় এবং এ সময় তার কাছ থেকে ১০ বোতল অবৈধ বিদেশী মদ পাওয়া যায় বলে জানিয়েছেন র্যাব-১৪, সিপিসি-২ এর উপ-পরিচালক লে. কমান্ডার (বিএন) এম শোভন খান।
তিনি এক প্রেস রিলিজে জানান, গোপন তথ্যের ভিত্তিতে রুয়েল ফকিরকে দুর্গাপুর উপজেলার আত্রাইখালি ব্রিজ সংলগ্ন মধ্যমবাগান এলাকা হতে ১০ বোতল অবৈধ বিদেশী মদসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আটককৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোনার দুর্গাপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব-১৪ এর উপ-পরিচালক এম শোভন খান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ