‘বয়সের সমতার পথে যাত্রা’ শ্লোগান নিয়ে বরিশালে র্যালি এবং আলোচনা সভার মধ্য আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় নগরীর সার্কিট হাউস চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এবং বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘের উদ্যোগে দিবসটি পালিত হয়। র্যালি শেষে অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
প্রবীন হিতৈষী সংঘের সভাপতি ডা. মো. ইউসুফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল-মামুন তালকুদার, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বরিশাল জেলাা শাখা সভাপতি ডা. মো. ইসতিয়াক হোসেন ও সমাজসেবক বিজয় কৃষ্ণ দে প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা