চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়মাইল নামক স্থানে বাসের ধাক্কায় অজ্ঞাত (৬৫) পরিচয় এক বৃদ্ধ মারা গেছেন।
সোমবার দিবাগত রাতে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় অজ্ঞাত ওই বৃদ্ধকে বাঁচাতে গিয়ে বাসটি রাস্তার পাশের মাঠে নেমে যায়।
ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি একজন ভিক্ষুক। তার পড়নে চেক সার্ট ও চেক লুঙ্গি রয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) লুৎফুল কবির জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি বাস রাত ১২টার দিকে ছয়মাইল এলাকায় পৌঁছায়। এসময় এক পথচারী বাসের সামনে পড়লে চালক তাকে বাঁচানোর চেষ্টা করে। এতে বাসটি রাস্তার পাশের মাঠে নেমে যায়। তারপরও অজ্ঞাত ওই পথচারীকে বাঁচাতে পারেনি। বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন