Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১০ অক্টোবর, ২০১৯ ১৩:৫২

আবরার হত্যাকারীদের শাস্তির দাবিতে বরিশালে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আবরার হত্যাকারীদের শাস্তির দাবিতে বরিশালে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃস্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে ঝঁটিকা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল। সংগঠনের জেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় নগরীর সিএন্ডবি রোডে এই ঝঁটিকা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিএন্ডবি রোডের তন্ময় কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে ঝঁটিকা বিক্ষোভ মিছিলটি ফরাজী ওয়ার্কশপ এলাকায় গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ি সহ অন্যান্যরা। 

বক্তারা বলেন, বিচারহীনতার কারণে দেশে বারবার এ ধরনের হত্যাকাণ্ড ঘটছে। আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশের জনগন শান্তি পাবে না। অবিলম্বে আবরার হত্যাকারীদের দৃস্টান্তমূলক বিচার দাবী করা হয় প্রতিবাদ সমাবেশে। 
                                                                 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ


আপনার মন্তব্য