ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি শাহিন কিন্ডারগার্টেন স্কুল থেকে আকিব (৭) নামে কেজি ক্লাসের এক ছাত্রকে অপহরণ করে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে একটি গ্যাং। পরে পুলিশের বিশেষ অভিযানে বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার ভাইটকান্দি মোড় থেকে তাকে উদ্ধার করা হয়।
এদিন সকাল ১১টায় স্কুল ছুটির পর তাকে উঠিয়ে নিয়ে দুপুরে একটি মোবাইলে আকিবের বাবা ভাইটকান্দি গ্রামের এনামুল হকের নিকট ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে একটি গ্যাং। পরে এনামুল দ্রুত ফুলপুর থানায় একটি জিডি করলে ফুলপুর থানার অফিসার ইন-চার্জ ইমারত হোসেন গাজীর নির্দেশনায় ওসি (তদন্ত) মেহেদি হাসান সুমন ও সেকেন্ড অফিসার এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালালে ভাইটকান্দি মোড় থেকে রাত ৮টায় তাকে উদ্ধার করা হয়।
এসআই সুমন জানান, মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে প্রথমে আমরা জানতে পারি শিশুটি নালিতাবাড়িতে ছিল। পরে ছদ্মবেশে আমরা সেখানে অভিযান চালাই। আমাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত ওরা স্থান ত্যাগ করে। অবশেষে রাত ৮টায় ভাইটকান্দি মোড় থেকে অক্ষত অবস্থায় শিশু আকিবকে উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ