মেডিকেলে ভর্তির সুযোগ পেলেও অর্থের অভাবে ভর্তি হতে পারবে কিনা এনিয়ে শঙ্কায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জের দিনমজুর পরিবারের মেধাবী ছাত্রী খাদিজা। কারণ তার পরিবারের দুমুঠো খাবার জোগার করতেই যে খাদিজার পিতাকে হিমসিম খেতে হয়। আর বিষয়টি জানতে পেরে খাদিজার পড়ালেখার সার্বিক দায়িত্ব নিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। রবিবার দিবাগত রাতে খাদিজার বাড়িতে গিয়ে তার ভর্তির জন্য নগদ ২৫ হাজার টাকা আর্থিক অনুদান দিয়ে তার পড়ালেখার সার্বিক দায়িত্ব নেয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় মেধাবী শিক্ষার্থী খাদিজা তার এক প্রতিক্রিয়ায় জানান, আমি খুব আনন্দিত। দুঃসময়ে যারা আমার ও পরিবারের পাশে এগিয়ে আসার আগ্রহ দেখিয়েছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা।
এর আগে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম ও তার পত্নী খাদিজাকে ভর্তির জন্য ৩০ হাজার টাকা প্রদান করেন। এছাড়াও বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক খাদিজাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি হবার পর প্রতিবছর বইপত্র কেনাসহ একাডেমিক বিভিন্ন খরচ দেয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর এলাকার দিনমজুর বাবা জালাল উদ্দিন ও মা জোসনা বেগমের ৭ সন্তানের তৃতীয় সন্তান খাদিজা খাতুন এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির সুযোগ পান। কিন্তু মেডিকেলে পড়ালেখা ব্যয়বহুল হওয়ায় মেয়েটির ভর্তির বিষয়ে বাবা অনিহা প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/মাহবুব