শিরোনাম
২১ অক্টোবর, ২০১৯ ১৯:৩০

মাদক থেকে দৃষ্টি ফেরাতে ফুটবল টুর্নামেন্ট

পিরোজপুর প্রতিনিধি

মাদক থেকে দৃষ্টি ফেরাতে ফুটবল টুর্নামেন্ট

শিশু-কিশোর যুবকদের মাদক থেকে দৃষ্টি ফেরাতে জেলা পুলিশের আয়োজনে ‘ফুটবল খেলতে মাঠে চলি-মাদকে না বলি’ স্লোগানে শুরু হয়েছে ‘পিরোজপুর পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯’। 

সোমবার জেলা স্টেডিয়ামে জেলার ৭ উপজেলার ৭টি এবং পুলিশের ১টি টিম নিয়ে মোট ৮টি টিমের নক-আউট পদ্ধতিতে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমান প্রধান অতিথি হিসেবে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। 
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজসহ উপজেলা চেয়ারম্যান বৃন্দ। 

স্বাগত বক্তব্যে পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান বলেন, মাদকের বিস্তার রোধ ও নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে শিশু-কিশোর, তরুণ-যুবকদের খেলার প্রতি আকৃষ্ট করা, যাতে তারা মাদকের দিকে ঝুঁকে না পড়ে। 

আগামী ১ নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

উদ্বোধনী খেলায় পিরোজপুর সদর উপজেলা একাদশ ৫-১ গোলে নাজিরপুর একাদশকে পরাজিত করে সেমিফাইনালে 
উঠে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর